‘মানসম্মত সুশিক্ষাই টেকসই উন্নয়নের হাতিয়ার’

11

নৈতিকতা, মূল্যবোধসম্পন্ন, আত্মনির্ভর ও উন্নত জীবনযাপনের প্রয়োজনে সুশিক্ষা প্রধান অনুসঙ্গ। মানসম্মত সুশিক্ষাই টেকসই উন্নয়নের হাতিয়ার। প্রতিযোগিতামূলক বিশ্বে আলোকিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) সম্পর্কিত সম্যক জ্ঞান আহরনে ব্রত হতে হবে শিক্ষার্থীদেরকে। হাটহাজারীর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজে এসডিজি ইয়ুথ ফোরাম এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি ‘ইন্সপায়ারিং এন্ড এনগেইজিং স্টুডেন্টস টু এসডিজি’ ক্যাম্পেইনের ১১তম পর্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান, ইসলামী ব্যাংক এক্সিকিউটিভ কমিটি’র চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম উদ্দিন এসব কথা বলেন।
২৬ সেপ্টেম্বর কাটিরহাট মহিলা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ ও বিজ্ঞান আন্দোলনের সংগঠক কল্যাণ নাথ’র সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার। অতিথি আলোচক ছিলেন শিক্ষাবিদ ও লেখক শামসুদ্দিন শিশির, কারিতাস বাংলাদেশ স্মাইল প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা ও উন্নয়ন সংগঠক এমদাদুল ইসলাম বাবু, এসডিজি ইয়ুথ ফোরাম’র সদস্য আশিক সায়েম, স্বপ্নচাষী বিদ্যায়তনের শিক্ষক তানিয়া আক্তার, মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ। ক্যাম্পেইনটিতে এসডিজি ১৭টি অভীষ্ট সম্পর্কে শিক্ষার্থীদের বিশদভাবে ধারণা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি