মানব কল্যাণ সংস্থার ফ্রি হেলথ ক্যাম্প

220

মানব কল্যাণ সংস্থার উদ্যোগে গত ২৮ নভেম্বর চট্টগ্রামের কাজির দেউড়ী আউটার স্টেডিয়ামের গোধুলী বেলা রেষ্টুরেন্ট প্রাঙ্গণে বিশিষ্ট সমাজসেবী মো. মুছা সওদাগর এর ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে ফ্রি হেলথ ক্যাম্প ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান সংগঠনের চেয়ারম্যান লায়ন এম.এ.হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়–য়া। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেখক ও রাজনীতিক অধ্যাপক ড. মাসুম চৌধুরী, লায়ন এ কে জাহেদ চৌধুরী, সাংবাদিক মো. মহিউদ্দীন, মো: লোকমান মাহমুদ, ডা: সৈয়দ আনজারুল হক ইমরান, ডা. তানভীর, ফিজিওথেরাপিস্ট নারগিস আক্তার, মো: সাইফুল ইসলাম, হাফেজ সায়েম উদ্দীন সুজন, হায়দার হোসেন মঞ্জু, মো: সাজু, আবির হোসেন আলিফ। আলোচনা পর্ব শেষে দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি হেলথ ক্যাম্পে প্রায় তিন শতাধিক অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুষম খাবার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মানবতার কল্যাণে বিত্তবান সহ সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। অসহায় ও দুস্থ অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাদের চিকিৎসা সেবা প্রদানে মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান লায়ন এম এ হোসেন বাদল এর উদ্যোগ প্রশংসনীয়। বিজ্ঞপ্তি