মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারি বিধি মেনে চলুন

38

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, অদম্য সাহস আর বিচক্ষণ নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উত্তরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মগুণে বিশ্বের জনপ্রিয় ফোবর্স ম্যাগাজিনে করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সারাদেশে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠণে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এই পরিস্থিতে এখনও পর্যন্ত দেশে খাদ্য সংকট নেই। ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আতœতুষ্টি নয়, বরং আতœসমালোচনা নিয়ে আমরা কাজ করছি। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে সংকটকালীন সময়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। গত রোববার ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের আওতাধীন ইউনিট আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে বিভিন্ন ভোগ্যপন্য উপহার বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ সোমবার সকালে নগরীর ১ নং দক্ষিণ পাহাড়তলী, ২ নং জালালাবাদ ও ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডের আওতায় ৩টি ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নেতা-কর্মীদের জন্য এই ভোগ্যপন্য উপহার তুলে দেন। কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে ১৫০ জন নেতাকর্মীকে এই উপহার সামগ্রী প্রদান করা হচ্ছে। এসময় মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম,জাফর আলম চৌধুরী, থানা আওয়ামীলীগের খলিলুর রহমান, শফিউল আলম সগীর, ওয়ার্ড আওয়ামী লীগের ফরিদ আহমদ চৌধুরী, হাজী মো. ইয়াকুব, জামাল উদ্দিন, আবদুর শুক্কুর ফারুকী, কাউন্সিলর তৌফিক আহমদ চৌধুরী, শাহেদ ইকবাল বাবুসহ সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এই পৃথিবীকে সুস্থ করতে এবং মানব অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ও ঘরে অবস্থান করে এই দূর্যোগ মোকাবেলা করতে হবে। বিজ্ঞপ্তি