মানবিক সাহায্যের সাইট উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

60

অসহায়দের সাহায্য পাওয়া ও দাতাদের সাহায্য প্রদানের একটি বিশ্বস্ত সাইট উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রামের মানবিক মেলার আলহাজ শামসুল হক ফাউন্ডেশন স্টলে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় ভূমিমন্ত্রী স্টল ঘুরে দেখেন এবং এমন উদ্যোগ মানব সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান মন্ত্রীকে অবহিত করে বলেন, আজকে উদ্বোাধন হওয়া যবষঢ়ঘযবষঢ়বৎ.পড়স এর মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে যে কেউ শিক্ষা, চিকিৎসা, স্যানিটেশন, গৃহনির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান, মহিলা উদ্যোক্তা, উদ্ভাবনী আইডিয়া ইত্যাদি আটটি খাতের যে কোন খাতে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে আবেদন করতে পারবেন। কর্ম বাস্তবায়ন কতৃপক্ষ সরকার অনুমোদিত মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সরেজমিনে যাচাই-বাছাই করে আবেদন অনুমোদন দিলে যবষঢ়ঘযবষঢ়বৎ.পড়স এ তা পাবলিশড হয়ে যাবে। আবেদন ফেইক প্রমাণিত হলে তা প্রকাশের আগেই মুছে ফেলা হবে। বিশ্বের যেকোন জায়গা থেকে যে কোন সহৃদয়বান দাতা বা প্রতিষ্ঠান এখানে দান করতে পারবেন। বর্তমানে ভিসা, মাস্টার কার্ডসহ বিকাশ, রকেট এবং অনুমোদিত অনলাইন ব্যাংকের মাধ্যমে সহযোগিতা পাঠানো যাচ্ছে। যা সরাসরি ফাউন্ডেশনের একাউন্টে জমা হয়ে যাবে। অতঃপর ফাউন্ডেশনের মাধ্যমে চাহিদানুযায়ী কাজটা বাস্তবায়ন করে দেয়া হবে। যেমন কেউ ঘর চাইলে তাকে ঘর করে দেয়া হবে। চিকিৎসার জন্য সহযোগিতা চাইলে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসা করিয়ে দেয়া হবে। পরবর্তীতে দাতা বা দাতা সংস্থার নিকট আপটুডেট ছবি সহ বিস্তারিত বর্ণনা পাঠিয়ে দেয়া হবে। দাতা বা দাতাগণ সরাসরি সাহায্য প্রার্থীদের সাথে যোগাযোগ করে সত্যতা নিরূপণ করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে, helpNhelper.com অথবা ফাউন্ডেশনের মূল সাইট shamsulhouquefoundation.AiM. মেলার আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের স্টলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ব্লাড প্রেশার মাপা শেখানো কার্যক্রমে উপকৃত হয়েছে তিনশতাধিক দর্শনার্থী। বিজ্ঞপ্তি