মানবিক চেতনা উপেক্ষা করে কোনো উন্নয়ন হতে পারে না

4

 

অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা চট্টগ্রামের ঐতিহ্য অনেকটা হারিয়েছি। উন্মুক্ত জায়গা, খেলার মাঠ নেই বললেই চলে। একটি মাত্র উন্মুক্ত স্থান সিআরবি, যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে, সেটিও ধ্বংস করার পাঁয়তারা চালানো হচ্ছে। সুস্থ ধারার প্রগতিশীল আপামর মানুষের চেতনাকে উপেক্ষা করে, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। মানুষের স্বার্থেই সিআরবিকে রক্ষা করতে হবে। গত ২৬ অক্টোবর সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, চট্টগ্রামের সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বক্তারা আরো বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য এই সিআরবি। স্বাধীনতা যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছেন এখানে। এছাড়া সিআরবি এলাকায় সাংস্কৃতিক বলয় গড়ে উঠেছে।মানুষ বুক ভরে শ্বাস নিতে, একটু প্রশান্তি পেতে এখানে ছুটে আসে। সিআরবি এলাকাকে কালচারাল হেরিটেজ হিসেবে ঘোষিত। এটি মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরিত গেজটভুক্ত। সিআরবি’র সাংস্কৃতিক ঐতিহ্য পরিবর্তন করে সাংবিধানিক আইন লংঘন করা যাবে না। ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবি সংরক্ষণের সুপারিশ রয়েছে। নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম জেলা শিল্প কলার যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন কোহেল, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, মোরশেদ আলম, নারায়ন দাশ,একরাম হোসেন, অনির্বাণ দত্ত, মায়মুন উদ্দিন মামুন, ওবাদুল আলম শাকিল, জয়নাল আবেদীন রাহাত প্রমুখ, অনুষ্ঠান সঞ্চালন করেন সাজ্জাদ হোসেন জাফর। বিজ্ঞপ্তি