মানবিক খাদ্যট্রাক কর্মসূচি

3

 

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত পক্ষ থেকে চলমান লকডাউনের শুরু থেকে চালু করেছেন ‘মানবতার খাদ্য ট্রাক’ কর্মসূচী। প্রতিদিন দুটি সাংগঠনিক ওয়ার্ড এবং অঙ্গ সংগঠনের নেতাদের মাধ্যমে অসহায়, অভুক্ত কর্মহীন মানুষের মাঝে মানবতার খাদ্য ট্রাক গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে। গত ২ আগস্ট কোতোয়ালি মোড়, নিউমার্কেট মোড় ও দেওয়ানহাট মোড়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ৫০০ অসহায় কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি, উপ-সম্পাদক ইমরান আলী মাসুদ, রাশেদুল আলম চৌধুরী, নাছির উদ্দিন কুতুবী, রায়হানুল কবির শামীম, সহ-সম্পাদক অরভিন সাকিব ইভান, সদস্য ফাহাদ আনিছ, নুরুল হক মনির, ইফতেখার হোসেন শায়ান, শৈবাল দাশ, আকিব জাবেদ, ইয়াছিন আরাফাত দিপু, মিশকাতুল কবির, মোহাম্মদ বেলাল, হাছনাঈন মনজুর ওহী, অনিন্দ্য দেব, তারেকুল ইসলাম, হারুনুর রশিদ নোবেল, নিঝুম পারিয়াল রাজ, সাবিহা সুলতানা রক্সী, ছাত্রনেতা আদনানুর রহমান, তামজিদ কামরান, আদিত্য জয়, পিয়াল আইচ, মোহতাছুর নোমানী, রবিন দে, মিশকাত আলভি, লোকমান হাকিম টিটু, রিমন দাশ, সাকিব রায়হান প্রমুখ।