মানবতার সেবায় রোটারিয়ানরা বিশ্বজুড়ে কাজ করছে : ফজলে করিম চৌধুরী

9

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বিশ^ জুড়ে রোটারিয়ানরা মানব সেবায় নানামুখী কাজ করে চলেছে। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সেবা, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানামুখী সেবামূলক কার্যক্রমে রোটারিয়ানরা সুদীর্ঘ কাল থেকে অবদান রেখে চলেছে। আমি দীর্ঘ ৭ বছর ধরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় দায়িত্ব পালন করেছি। এই সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে নানামুখী সেবামূলক কার্যক্রম নিয়ে আমাকে যেতে হয়েছে। একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে রোটারিয়ানরা সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন করে চলেছে। রোটারিয়ানদের এই সেবামূলক কর্মকান্ডে আমার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শুক্রবার দুুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে রোটারি ক্লাব অব চিটাগাং’র উদ্যোগে দশম রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং এসেম্বলি-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মানুষ মানুষের জন্য-এই মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারি ক্লাব সামাজিক সেবামূলক কার্যক্রম করে চলেছে।
সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার মন্ত্রে দীক্ষিত হয়ে রোটারিয়ানরা সারা বাংলাদেশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারও রোটারিয়ানদের এই কাজে নানাভাবে সহযোগিতা ও উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে।
আমাদের সকলের উচিত এই কার্যক্রমে সহায়ক শক্তি হয়ে পাশে দাঁড়ানো। ডিআরআর সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং’র সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাতের সঞ্চালনায় আলোচনা সভায় রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরী, রোটারিয়ান রোয়েলা খান চৌধুরী, রোটারি ক্লাব অব চিটাগাং সভাপতি ড. বদরুদ্দোজা চৌধুরী, রোটারিয়ান আলমগীর পারভেজ, রোটারিয়ান আলমগীর সবুজ, রোটারিয়ান মো. শাহজাহান, রোটারিয়ান জোনায়েদ আলম, রোটারিয়ান ওমর আলী ফয়সাল, পিডিআরআর মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পিডিআরআর মোহাম্মদ সাজ্জাদ, পিডিআরআর নাফিজুল আলম, ডিআরআর আল আমিন সজীব, ডিআরআরএন শরীফুল ইসলাম অপু প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি