মানবতার কল্যাণে বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি

69

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিট ১৯ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সরকার ও লকডাউন কর্মসূচি পালন করছেন। সকলকে নিজ নিজ অবস্থান থাকা এবং স্বাস্থ্য সচেতন হওয়া নিদের্শনা জারি করেছেন। এই বিপর্যয়ের দিনে কিছু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের উপাসক/উপাসিকাবৃন্দ অসহায় ও ভিক্ষু সংঘরা পরিস্থিতির শিকার হয়ে জীবন যাপন করছেন। তাই বাংলাদেশ বুড্ডিষ্ট মঙ্ক সোসাইটি উদ্যোগ নিয়েছে যে সমস্ত বিহারে আপাতত ভিক্ষু সংঘ ক্ষুধা নামক ব্যাধি নিবারণ করার জন্য রান্না করে খেতে হচ্ছে প্রথম উনাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবায় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই পর্যন্ত ২০টা বিহারের এক লক্ষ টাকা সহযোগিতা করা হয়েছে। বিহারের মধ্যে রয়েছে সিলেট, মুন্সিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, পটিয়ার শাকপুরা, রাউজান, বিলাইছড়ি বেতবুনিয়া, বাঙ্গাল হালিয়া, রাঙ্গামাটি, বোয়ালখালীর বিভিন্ন অঞ্চলের মধ্যে বিতরণ করা হয়েছে এবং আরো ভিক্ষু সংঘকে বিতরণের তালিকা রয়েছে। শুভ বুদ্ধ পূর্ণিমা ২৫৬৪ বুদ্ধবর্ষ দিবসে ধর্ম বর্ণ নির্বিশেষে ৭০টা পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয় এবং উক্ত মানবতার কর্মে উদ্ধোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সংঘনায়ক অগগমহাপন্ডিত অধ্যাপক মহামান্য বনশ্রী মহাথেরো। মানবতার কাজে সহযোগিতা করার জন্য ভিক্ষু সংঘ ও শ্রদ্ধাবান উপাসক/উপাসিকাবৃন্দের দানহস্ত প্রসারিত করার জন্য আহব্বান জানানো হয়েছে। আমাদের আহব্বান সাড়া দিয়ে আমেরিকায় অবস্থান রত ভদন্ত সুমনপাল মহাথেরো সহ উনার উপাসক/উপাসিকাবৃন্দসহ ত্রিশ হাজার টাকা এবং নরওে প্রবাসী রুপক বডুয়া বিশ হাজার টাকা সহ সেবিকা বডুয়া, ছোটন বডুয়া, অশোক বডুয়া রনি, রবীন্দ্র লাল বডুয়া, সনজিত বডুয়া, পাংকু বডুয়া, প্রজিত বডুয়া, অলক বডুয়া, অরুণ বডুয়া, রুপায়ন কুমার বডুয়া, সীমান্ত বডুয়া, ডা: দিবাকর বডুয়া, ধর্মপ্রিয় থেরো, সুমঙ্গল থেরো, সজল বডুয়া, ডা. তরুণ তপন বডুয়া, মানসী বডুয়া আরো বিভিন্ন দাতাবৃন্দ উক্ত মানবতার কাজে সহায়তা ও অনুদান প্রদান করে যাচ্ছেন। বিজ্ঞপ্তি