‘মানবকল্যাণে কাজ করতে পারা পরম সৌভাগ্যের’

4

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলি এলিট এবং লায়ন্স ক্লাব অব গ্রীণ সিটি এর যৌথ উদ্যোগে গত ১ অক্টোবর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সিএলএফ চত্বরে গাউছিয়া বাংলাদেশ ফাউন্ডেশনকে মৃত ব্যাক্তিদের দাফনের কাপড় ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামাদি হস্থান্তর করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫-বি৪ এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। প্রধান অতিথি বলেন; চিটাগাং কর্ণফুলি এলিট এবং গ্রীণ সিটি লায়ন্সের সেবা মাসের প্রথম দিনে অত্যন্ত মহৎ সেবা কাজ দিয়ে ভালবাসার ডাককে সফল করে তুলেছেন। তিনি আশা ব্যক্ত করেন যেন আগামী দিনগুলিতেও আপনারা গতানুগতিক ধারা থেকে বের হয়ে নিত্য নুতন ভাবনা নিয়ে সেবার হাতকে প্রসারিত করবেন। তিনি সেবা কাজের পাশা-পাশি মানুষের মাঝে সচেতনতামূলক বিষয়গুলিকে বেছে নিয়ে পাড়া মহল্লা থেকে শিক্ষা প্রতিষ্টানের সাথে সেমিনার, ওয়ার্কশফ বা আলোচনা সভার আয়োজনেও প্রত্যেক ক্লাবকে এগিয়ে আসার আহবান জানান। তিনি সবাইকে প্লাস্টিক সামগ্রীতে পানি, চা ইত্যাদি বর্জন করার আহবান জানান। তিনি ওয়াল্ড হেলথ অগানাইজেশন এর বক্তব্য স্মরণ করিয়ে দিয়ে বলেন, প্লাস্টিক এর সরঞ্জাম ব্যবহারে অভ্যস্থ হলে ক্যন্সারসহ অনেক রোগ ব্যাধি মানুষকে বহন করতে হবে। তাই সময় থাকতে সবাইকে সচেতন হবার পরামর্শ দেন। উক্ত অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্যাবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী, কর্ণফুলি এলিট এর সভাপতি লায়ন জিল্লুর রহমান এমজেএফ, গ্রীণ সিটি ক্লাবের সভাপতি লায়ন ফরিদ আহমেদ। এতে আরোও উপস্থিত ছিলেন; লায়ন তারেক কামাল আরসি, লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, লায়ন এ কে এম শওকত হাসান খান চৌধুরী, লায়ন জাহিদ হাসান, লায়ন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমদ চৌধুরী, লায়ন প্রকৌ: মুজিবর রহমান আরসি, জোন চেয়ারপাসন লায়ন কামরুজ্জামান, জোন চেয়ারপারসন লায়ন মোঃ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়–য়া এমজেএফ, লায়ন মোঃ জাহেদ হোসেন, লায়ন উম্মে হাবিবা প্রমুখ। বিজ্ঞপ্তি