মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষা উপমন্ত্রী

9

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকাই মুখ্য। ১০ মার্চ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম এর গৌরব ও ঐতিহ্যের শতবর্ষ পূর্তি উৎসব উদ্যাপন উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে আর্থিক সংশ্লিষ্টতা খুব একটা বেশি লাগবে না। তিনি শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্য জাতীয়করণের একটা রূপরেখা তৈরি করার অনুরোধে করেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে গবেষণা পর্ষদ গঠনের ওপর জোর দেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিটিএ চট্টগ্রাম এর উদ্যোগে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা নগরীর প্রিমিয়ার ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেলা তিনটায় সংগঠনের শতবর্ষ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান ও আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ এম নাসিরউদ্দিন মজুমদার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. গাজী গোলাম মাওলা, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক দেবব্রত দাশ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর উপ সচিব মো. বেলাল হোসেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, শিক্ষা চিন্তক ড. শামসুদ্দীন শিশির। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শতবর্ষ উদ্যাপন পরিষদের আহŸায়ক অঞ্চল চৌধুরী। বক্তব্য দেন রণজিৎ কুমার নাথ, আবুল কাশেম, মো. ওসমান গনি, প্রদীপ কানুনগো, মুজিবুল হক সহ শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন বিভিন্ন উপজেলা, থানা ও জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি