মাদক মামলায় একজনের পাঁচ বছর কারাদন্ড

2

নিজস্ব প্রতিবেদক

বাকলিয়া থানার মাদক মামলায় একজনকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। তার নাম মো. হারুন বাদশা। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি মো. হারুন বাদশা ফটিকছড়ির মৃত আবুল হাশেমের ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, ২০১৬ সালের ১৩ জুলাই বাকলিয়া থানার আব্দুল্লাহ আল নোমান কলেজের পাশে ঈসমাইল সওদাগরের কলোনি থেকে মো. হারুন বাদশাকে আটক করা হয়। পরে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। মামলা তদন্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল কাশেম আদালতে অভিযোগপত্র দেন।
এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকের মামলায় মো. হারুন বাদশা নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের পরই সাজার সময় শুরু হবে।