মাদক প্রতিরোধে যুবসমাজকে গণজাগরণ সৃষ্টি করতে হবে

6

 

বর্তমানে মাদক ভয়াবহ ও মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শুধু মাদক পরিবহনকারী ও চুনোপুঁটিদের গ্রেফতার করলে ও ক্রসফায়ার দিলে দেশে মাদক বন্ধ হবে না। মাদক বন্ধ করতে হলে মাদক উৎপাদন ও ব্যবসায়জড়িত রাঘববোয়ালদের দলমত নির্বিশেষে আইনের আওতায় আনতে হবে এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে গণজাগরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে। ১১ জানুয়ারি, বুধবার বাদে যোহর হতে চন্দনাইশ পশ্চিম সাতবাড়ীয়ায় হযরত ওসমান শাহ্ (রহ.) সুন্নী ফাউন্ডেশন এবং আশেকানে মাইজভাÐারী হাফেজ নগরী যুব কমিটি আরিফ শাহ্ পাড়া শাখার উদ্যোগে শানে মোস্তফা (দ.) মাহফিল এবং পীর মাশায়েখ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। হযরত ওসমান শাহ্ (রহ.) সুন্নি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আয়ুব তাহেরির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পীরজাদা নঈমুল কুদ্দুস আকবরী (মু.জি.আ)। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) হযরত শাহ্সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাÐারী (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী (মু.জি.আ)। উদ্বোধক ছিলেন যুবলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মীর মুহাম্মদ মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী। অতিথি ও আলোচক ছিলেন মাওলানা কাযী আবুল ফোরকান হাশেমী, আল্লামা হাসান রেজা আলকাদেরী, মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ, আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি, মুফতি আল্লামা আশেকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি