মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হতে হবে : মেয়র

46

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে। ধর্মীয় দিক থেকেও আমরা একেকজন একেক ধর্মের অনুসারী হতে পারি। কিন্তু সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তিনি গতকাল সকালে আলকরণ ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী এবং জনসাধারনের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য এক কথা বলেন। সভায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমের সভাপতিত্বে এ সভায় চসিক আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল, চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগ,সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সভায় নুরুল আকবর, নুরুল কবির, এস. এম সরওয়ার হক, আবুল কাশেম, গোলাম কিবরিয়া, তারেক ইমতিয়াজ,বখতেয়ার উদ্দিন, নুরুল আলম নিলু, শাহ আলম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সফিউল আজম। এতে মহল্লা সর্দার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, জনসচেতনতা করা গেলে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক নির্মূল কোনো ব্যাপার নয়। এ ব্যাপারে শুধু প্রশাসনকে দায়ী করলে চলবে না। নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার খুতবায় এ ব্যাপারে নাগরিকদের সচেতন করে ইমামদের বক্তব্য দেওয়ার জন্য কাউন্সিলরদের উদ্যোগ নিতে বলেন মেয়র। মেয়র জঙ্গি তৎপরতা মোকাবেলায় সন্তানদের দিকে নজর রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান । এ ব্যাপারে মসজিদ, মন্দির ও গির্জার পুরোহিত ও ধর্মীয় প্রধানদের দায়িত্ব রয়েছে বলেও তিনি জানান। এলাকাবাসী ঐকমত্যে পৌঁছালে পুলিশ প্রশাসনও তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন মেয়র। খবর বিজ্ঞপ্তির