মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহব্বান

3

 

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা ২৬ জুন আহŸায়ক এস এম হাসান উদ্দিন’র সভাপতিত্বে ও সদস্য সচিব রিমন মুহুরীর সঞ্চালনায় নগরীর চট্টগ্রাম একাডেমি হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চবি’র প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান পাটওয়ারী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি) প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ, লায়ন সুজিত কুমার দাশ, আলী আহমদ শাহীন, এড. জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, নিষ্ঠা ফাউন্ডেশনের ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান এম সবুর, শ্রমিক নেতা মো. আনোয়ার পাশা, ব্যাংকার আবদুল করিম চৌধুরী মিয়া। স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া। বক্তব্য দেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য, সংগঠক এস এম দিদারুল আলম, সাংবাদিক হারুনুর রশিদ, ডা. আনোয়ার আহসান, ডা. সুকুমার সেন, ইয়াসিন সেলিম, নোমান উল্লাহ বাহার, রোজী চৌধুরী, সজল দাশ, লায়ন ইয়াছমিন কবির, মোহাম্মদ হোসেন, মো. তিতাস, রক্সি জাহান, সমীরন পাল, রফিকুল ইসলাম, ইমরান সোহেলস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী তরুণ যুব সমাজের মধ্যে মাদকদ্রব্যের আগ্রাসন ও সেবন বেড়েই চলেছে। তরুণ যুবকরাই হচ্ছে দেশের সম্পদ, তাদের শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশ পরিচালনায় দায়িত্ব নিতে হবে, তরুণ যুবকরা মাদককে ‘না’ বলতে হবে। একটি সুন্দর সমাজ বির্নিমানের জন্য মাদকদ্রব্য নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীসহ দেশের জনগণকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বলেন, মাদকদ্রব্যের ব্যবহার, বিপণন প্রতিরোধের জন্য সরকারের পাশাপাশি দেশের প্রতিটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। আপনার প্রিয় সন্তানটি যদি মাদক আগ্রাসনে ধ্বংস হয়ে যায় তাহলে ভবিষ্যত প্রজন্ম অন্ধকারের দিকে হাঁটবে। মাদকের ছোবল থেকে বাঁচতে হলে প্রত্যেক পরিবারে অভিভাবকদের সচেতন হতে হবে, প্রিয় সন্তানটির দিকে নজরদারি বাড়াতে হবে। বিজ্ঞপ্তি