মাদকের বিরুদ্ধে জনমত গঠন করুন

201

মাদক সেবনকারীদের ঘৃণা না করে মাদক সেবন থেকে ফিরিয়ে এনে মাদকের উৎস ,বিতরণকারী ও বহনকারীদের বিরুদ্ধে জনমত গঠনের উপর গুরুত্বারোপ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহ্জ্বা আ জ ম.নাছির উদ্দীন। তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত হচ্ছে। যাদের উপর এদেশের সমৃদ্ধি নির্ভর করছে-স্ইে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে । তিনি আজ মঙ্গলবার সকালে চান্দগাঁওস্থ একটি কমিউনিটি সেন্টারে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক বিরোধী ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চান্দগাঁও ওয়ার্ড আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ সাইফু। অনুষ্ঠানে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, চসিক আইন শৃংখলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর এইচ.এম.সোহেল, চসিক সাবেক কমিশনার নুরুল ইসলাম, স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস,নিবার্হী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার দেবদূত মজুমদার ও মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক ইমদাদুল ইসলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যে মধ্যে মোহাম্মদ ইসা,এড.নিজাম উদ্দিন নিজু,খতিব কামাল উদ্দিন,শিক্ষক বদরুন নেসা ,নাসির বিল্লাহ তৌফিকুল ইসলাম,আলহাজ্ব নুর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। সিটি মেয়র বলেন মাদকের ভয়াবহ ছোবল থেকে আমাদের তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এর জন্য প্রয়োজন মাদকের বিরুদ্ধে নগরবাসীকে সম্পৃক্ত করা । এর জন্য তিনি ওয়ার্ড কাউন্সিলর এর সমন্বয়ে রাজনৈতিক, বুদ্ধিজীবি, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, ইমাম, মন্দিরের ,গীজার ও ধর্মীয় প্রধানসহ সচেতন সকল স্তরের জনগনকে নিয়ে করে দ্রæত সময়ের মধ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন।মেয়র বলেন একটি বিশেষ গোষ্ঠির ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে আমাদের তরুণ প্রজম্ম। তাদেরকে ঘৃণা নয় । তাদেরকে বুঝিয়ে সুছিয়ে এবং পরিচার্যার মধ্যমে তাদেরকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। মাদক নামক সংক্রামক রোগ থেকে দেশের তরুণ সমাজকে রক্ষা করা কথা উল্লেখ করে মেয়র বলেন তারা যদি স-ইচ্ছায় স্বাভাবিক পথে ফিরে আসতে চায়,সেই ক্ষেত্রে তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হবে। যাদের ব্যয়ভার বহনের সমর্থ নেই তাদেরকে সহযোগিতা দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই প্রসংগে মেয়র বলেন সন্তানরা যখন বড় হতে থাকবে তখন মা-বা ও অভিভাবকদের আরও গুরুত্বপূর্ণ কাজ তারা কোথায় যায় এবং কাদের সাথে মিশে সেদিকে নজর রাখা। মাদকাসক্তি,জঙ্গিবাদ ও সন্ত্রাসী মানসিকতার মানুষের সঙ্গে যদি কেই মেলামেশা করছে বলে জানা যায় তবে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং নিজের দ্বারা তা সম্ভব না হলে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী ওয়ার্ড কমিটির আহবায়ক কে জানানোর আহবান জানান মেয়র। মেয়র মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ এর সাথে দুনীতিকে যুক্ত করার আহবান আহবান জানিয়ে বলেন এই চারটি পরস্পর পরিপুরক। মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও দুনীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এর কথা উল্লেখ করে মেয়র বলেন সরকারের এই ঘোষণা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনসম্পৃক্ততা। তাই আরো বেশী জন সচেতনতা সৃষ্টির জন্য ওয়ার্ড কমিটি গুলোকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন মেয়র। খবর বিজ্ঞপ্তির