মাথার উপর বিপদ তবুও সেই পিলারের কাছে উৎসুক মানুষ

12

নিজস্ব প্রতিবেদক

এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) কালুরঘাটমুখি র‌্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাটলের ছবি ছড়িয়ে পড়লে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে বন্ধ করে দেয়া হয়েছে র‌্যাম্পটি। জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে র‌্যাম্পটি বন্ধ করলেও এর নিচে ভিড় করছেন প্রচুর মানুষ। উপরে ফাটল পিলারের নিচে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন সবাই। সাধারণ মানুষের এমন ভিড়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে।
ফাটল দেখা দেয়া পিলারের নিচে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখা অনেকটা মাথার উপর বিপদ নিয়ে সেটা উপভোগ করার মতো। বহদ্দারহাট এলাকায় ফ্লাইওভারের গার্ডার ধসে অনেক মানুষের মৃত্যু এখনো ভুলেনি নগরবাসী। এরই মধ্যে আরেকটি বিপদ! জেনেও মানুষের ভিড় দেখে রীতিমতো আশ্চর্য হচ্ছেন তদারকিতে থাকা কর্মকর্তারা। মাথার উপর বিপদ নিয়েও মানুষ সেটা উপভোগ করার এমন দৃশ্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যেখানে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে।
ফাটল দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোরশেদ আলম নামের একজন লিখেছেন, আজকের সকালে আসার সময় দুইটা পিলারের ফাটা দেখে এসেছি। এই পিলার দুইটা হচ্ছে নতুন করে যে একটা লুপ টার্মিনালের দিকে নেমেছে ওটার প্রথম ২টি পিলার ম্যাক্স কোম্পানিকে দিয়ে করা হয়েছিল। আখতারুজ্জামান ফ্লাইওভারের কয়টি পিলারে ফাটল আছে একমাত্র আল্লাহই জানেন। কারণ এগুলো কারপেটে ঢাকা। সাংবাদিক আমিন মুন্না লিখেন, বাঙালি এখন ফ্লাইওভার বিশেষজ্ঞ।
খালেদ ইবনে রাকিব নামের একজন লিখেন, চট্টগ্রাম বহদ্দারহাট ফ্লাইওভারের যেই পিলারে ফাটল ধরেছে সেই পিলারের নিচে সাধারণ জনগণের গবেষণা চলতেছে…।
বিপদ জেনেও ফ্লাইওভারের নিচে মানুষের এমন ভিড় নিয়ে রীতিমতো ঠাট্টা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে নানা মন্তব্য জুড়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।