মাতৃভাষা দিবস উদ্যাপন

10

বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে ২৭ ফেব্রæয়ারি সকালে অমর একুশে ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সভা এবং বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক প্রিয়াংকা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও মোস্তফা হাকিম গ্রæপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম। আলোচনা করেন শিক্ষক সাইফুল ইসলাম, কবির হোসেন, ইউনুচ মিয়া, সাইফুর রহমান, টিংকু প্রভা দে, ফারহানা ইসলাম, মো. ইব্রাহীম, শাহজাদী বেগম প্রমুখ। আলোচনা সভার পর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
চট্টগ্রাম আওয়ামী পরিবার: ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোহাম্মদ সালাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহŸায়ক আবু মো. আফসার উদ্দিন চৌধুরী, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সিনিয়র সদস্য দীপক ভট্টাচার্য। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, ওমর ফারুক, এড. তপন কুমার দাশ, প্রকাশ জৈন, আবু বক্কর, আহমেদ কবির, মো. ইউনুছ, যুবনেতা সুফি দিদার, আফজাল হোসেন আজু, সুফি শাখাওয়াত হোসেন প্রমুখ।

সূর্য সাথী:

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নগরীর সামাজিক সংগঠন সূর্য সাথী’র আয়োজনে দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, হাজী আমিনুর রহমান পরিবারের সার্বিক সহযোগিতায় শিশুদের জন্য বিনামূল্যে খতনা পর্ব ও এলাকাবাসীর জন্য দাঁতের চিকিৎসা সেবা। আয়োজনের মূল পর্ব আলোচনা সভা শুরু হয় বিকাল পাঁচটায়। শিশু হাফেজ আলী হোসেন নিশানের কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু। প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক নোমান আল মাহমুদ, বিশেষ অতিথি ১৬নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার খান, চকবাজার থানার সাব-ইন্সপেক্টর মো. আসাদুল ইসলাম, সিজল এর চেয়ারম্যান লায়ন নুরুল আলম, আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামাল পাশা, হারুনর রশীদ জাসদে, সিরাজুল ইসলাম, আজহারুল ইসলাম রুবেল, ইঞ্জি. রিয়াজুল হক রানা, লায়ন আবু নাছের রনি, আমির হোসেন রতন, মো. জানে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠন সদস্যদের মধ্যে ছিলেন শাহরিয়ার হোসেন, কামরুল হাসান, রবিউল হোসেন, জাহেদুর রহমান, জাহেদুল আলম নুরু, নুরুল আলম, জাকির হোসেন সানি, ইমরান হাশিম ইমু, মো. আনিছ, মো. আসিফ, আশিক, মুন্না, জুয়েল, আরিফ, বেলাল, আমির, রাহাত, রিফাত, বোরহান, হাসান, মাছুম, জয় দে, বিশ্বজিত দে প্রমুখ। বিজ্ঞপ্তি