মাঠে আসেননি সাকিব খেলবেন না আজও

25

বারবার সংবাদ শিরোনাম হচ্ছেন সাকিব আল হাসান। মিরপুরে বিসিবি লাল ও বিসিবি সবুজ দলের ম্যাচে অংশ না নেয়ায় আবারও আলোচনায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
ভারত সফরের প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচের জন্য জাতীয় লিগ থেকে হঠাৎ ঢাকায় ডেকে আনা হয় ১০ ক্রিকেটারকে। ম্যাচের গুরুত্ব প্রকাশ পায় তাতেই। বিসিবি সবুজ দলের একাদশেও দেখা যাচ্ছিল সাকিবের নাম। কিন্তু সন্ধ্যায় খেলা শুরু হতেই দেখা গেল অনুপস্থিত এ অলরাউন্ডার। খবর নিয়ে জানা গেল, প্রস্তুতি ম্যাচ থেকে ছুটি নিয়েছেন অধিনায়ক। খেলবেন না আজ সোমবারের দ্বিতীয় ম্যাচেও। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, না খেলার ব্যাপারে হেড কোচ রাসেল ডমিঙ্গোর অনুমতি নিয়েছেন সাকিব।
শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিসিবি লাল দলকে ৫০ রানে হারিয়েছে সবুজ দল। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে সবুজ দল। জবাবে ১৭.৪ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় বিসিবি লাল।

দর্শকের কটূক্তি মেজাজ হারালেন মুশফিক

ভারতের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে জাতীয় দলের ক্রিকেটাররা দুই দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামেন। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে লাল দলের হয়ে খেলেন মুশফিকুর রহিম। আউট হওয়ার পর এক দর্শকের উস্কানিমূলক মন্তব্যে মেজাজ হারিয়ে ফেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৪ রানের মাথায় আরাফাত সানির বলে রিভার সুইপ খেলতে গিয়ে এবাদত হোসাইনের হাতে ধরা পড়ে আউট হন মুশফিক।
আউট হয়ে ড্রেসিং রুমে ফেরার সময় দর্শকের সারিতে বসে থাকা ইমরান হোসেন নামের এক দর্শক কটূক্তি করেন মুশফিককে। ড্রেসিং রুমে ফিরে ব্যাট রেখেই সঙ্গে সঙ্গে ভিআইপি গ্যালারিতে সেই দর্শকের কাছে এসে তাকে শাসিয়ে যান মুশফিক। ইমরান হোসেন জানান, ‘আমি মুশফিককে গালি দেইনি।
শুধু বলেছি যা হওয়ার হয়ে গেছে। কিছু করার নেই ব্যাড লাক। আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’ পরে ইমরান হোসেনকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।
জামালপুরের ছেলে ইমরান হোসেন ফেসবুক গ্রুপ ‘ক্রিকেট খোর’র অ্যাডমিন কে এম কায়সারের আমন্ত্রণে ম্যাচ দেখতে এসেছিলেন।