মাঠের বাইরে কাভানি-এমবাপ্পে নেইমারকে নিয়ে অনিশ্চয়তা

23

রবিবার রাতে লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পিএসজি। তবে ম্যাচ শেষে দলকে হতাশ হতে হয়েছে এডিনসন কাভানি ও এমবাপ্পের চোটের কারণে। সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে তার চোট গুরুতর এবং এর জন্য এমবাপ্পেকে চার সপ্তাহ ও কাভানিকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এমন অবস্থায় দলের অন্যতম খেলোয়াড় নেইমারকে নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা থাকায় নেইমারকে খেলাচ্ছে না পিএসজি। নেইমারকে নিয়ে এই অনিশ্চয়তার দ্রæত অবসান চান পিএসজি কোচ টমাস টুখেল। চোটের কারণে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে উরুগুয়ের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না কাভানি। অন্যদিকে, ফ্রান্সের হয়ে অ্যান্ডোরা ও আলবেনিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বের দুটি ম্যাচে খেলতে পারবেন না এমবাপ্পে।