মাটি খননকালে বিদ্যুৎস্পৃষ্টে স্কেভেটর চালকের মৃত্যু

8

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় ওয়াসার একটি প্রকল্পের মাটি খননের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কেভেটর চালকের মৃত্যু হয়েছে। এই চালকের নাম মোহাম্মদ সেকান্দর (৫৬)। তিনি কুমিল্লা সদর দক্ষিণের জালগাঁও গ্রামের মোহাম্মদ নুর ইসলামের ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, পটিয়ায় ওয়াসার পাইপ লাইন স্থাপনের কাজ চলছে। এরই অংশ হিসেবে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচুরিয়া বাজার এলাকায় ওয়াসার পানির পাইপ লাইনের প্রকল্পের কাজ চলছিল। গতকাল শুক্রবার সকালে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় অসাবধানতাবশত উপরে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায় স্কেভেটর। এতে স্কেভেটর বিদ্যুতায়িত হয়ে চালক সেকান্দর ঘটনাস্থলেই মারা যান।
হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এয়াকুব আলী জানিয়েছেন, মাটি কেটে অন্যত্র সরিয়ে নেয়া সময় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত স্কেভেটরের স্পর্শ হয়। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কেভেটর চালক মারা যান।