মাওলানা মোবারক আলী হেজাজীর স্মরণসভা

78

তনজিমুল মোছলেমীন এতিমখানার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আলেমেদ্বীন, হযরত শাহ্ আমানত দরগাহ্ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা সহ বিভিন্ন এতিমখানা ও মাদরাসার প্রতিষ্ঠাতা হাকীম মাওলানা মোবারক আলী হেজাজী (রহ.) এর চতুর্থ স্মরণসভা গত ২০ ডিসেম্বর বাদে মাগরিব তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে বায়তুশ শরফের পীর আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ ও সমাজসেবা অফিসার মোহাম্মদ যোবায়ের আলম বিশেষ অতিথির বক্তব্য দেন। আল্ হেজাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আল হেজাজ ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দীন হেজাযী, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক অধ্যাপক নঈম কাদের, চকরিয়া সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক হামিদ হোছাইন, হাফেজ লিয়াকত আলী চৌধুরী, মাওলানা আবদুর রহিম (শুক্কুর), হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ ফজলুল কাদের, হাফেজ ফোরকানুল ইসলাম, হাফেজ জোবায়ের হোসেন, হাফেজ জসিম উদ্দিন, হাফেজ মাওলানা বশির আহমদ, হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ ইয়াছিন ও মোহাম্মদ শাহিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, মরহুম আল্লামা মোবারক আলী হেজাজী জীবদ্দশায় বহু সেবামূলক কাজ করে গেছেন। বিশেষ করে এতিমদের কল্যাণে আল্লামা হেজাজীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সভাপতির বক্তব্যে বায়তুশ শরফের পীর বলেন, আল্লামা মোবারক আলী হেজাজী ছিলেন এতিম সন্তানের ছায়াস্বরূপ। তিনি আল্লাহ ও প্রিয় নবী (স.) এর প্রতিটি আদর্শ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে তাহলিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ শরীফ ও তবারুক বিতরণ। বিজ্ঞপ্তি