মাইজভান্ডারী ফাউন্ডেশনের মেধা বিকাশ কার্যক্রম শুরু

153

৮ম বারের মত গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা ২০২১ ও মেধা বিকাশ কার্যক্রম ২০২১ অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৪ জুন মাইজভান্ডারী ফাউন্ডেশন কর্তৃক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাÐারী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ ইউনুস হাসান এবং ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমদ কবির।
সমাবেশে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) দায়রা শাখা ও খেদমত কমিটি প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষকবৃন্দকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি