মাইজভান্ডারী তরিকা ধর্মসাম্য ও বিচারসাম্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়

17

রাউজান প্রতিনিধি

মাইজভান্ডারী তরিকা ধর্মসাম্য ও বিচার সাম্য রক্ষা করার ব্যাপারে জোর তাগিদ প্রদান করে। ধর্মসাম্য রক্ষা করা অর্থাৎ ধর্ম ঝগড়া পরিহার করে সকলে নিজ নিজ ধর্ম পালন করবে এবং বিচার সাম্য অর্থাৎ বিচারের ক্ষেত্রে আদাল ও এহসানের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ত্বরিকা-ই মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র ১১৭তম উরস শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক, খ, গ জোনের আওতাধীন সকল শাখাসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটর র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ বাজার থেকে মোটর সাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সা নিয়ে র‌্যালিটি দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর, চট্টগ্রাম রাঙামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে গহিরা হাই স্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উদযাপন কমিটির আহবায়ক হাবিবুল হোসাইন মাইজভান্ডারীর সভাপতিত্বে ও মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি শেখ মুজিবুল রহমান বাবুল, কাউন্সিলর জানে আলম জনি, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন- মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, জাকের হোসেন মাষ্টার, এস এম মহিবুল্লাহ্, ইউছুপ আলী, সাংবাদিক শফিউল আলম মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা ক,খ, গ জোনের সমন্বয়ক আক্কাস উদ্দিন মানিক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিস উল খান বাবর, নাজিম উদ্দিন কালু, মোহাম্মদ আলী, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিন ওমর, মাওলানা কাজী ফরিদ আলম, সৈয়দ তৈয়বুর রহমান প্রমুখ।
মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।