মাইজভান্ডারী একাডেমির ওলামা সমাবেশ

13

 

ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাÐারী (ক.) এর ১১৬তম ১০ মাঘ ওরশ শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মাইজভান্ডারী একাডেমি’ আয়োজিত ‘ওলামা সমাবেশ ২০২২’ নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ১৮ জানুয়ারি বা’দ আসর শাহজাদা আল্লামা সৈয়দ মামুনুর রশিদ আমিরী’র সভাপতিত্বে সমাবেশে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল হক। আলোচনায় তিনি বলেন, ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি সাম্প্রতিক বিশে^র একটি বহুল আলোচিত বিষয়। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, নিরাপদ সহাবস্থান, বিশ^জনীন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হযরত গাউসুল আযম মাইজভান্ডারীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠা সম্ভব।
মাওলানা মোহাম্মদ মুজিবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে এস জেড এইচ এম ট্রাস্ট এর ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.) এর ‘আশীষ বাণী’ পাঠ করেন মাওলানা সৈয়দ আবু আহমদ। সমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন মাদরাসায়ে গাউসুল আযম মাইজভাÐারীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ শায়েস্তা খান আযহারী। আলোচনায় অংশ নেন চবি আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ্, ইউ.কে’র নর্থ হ্যাম্পটন আল-নুর ইসলামিক স্কুল এর পরিচালক ও পিএইচডি গবেষক শায়খ সাইফুল আযম আযহারী, শায়খ সাইফুল ইসলাম আজহারী, মুফ্তি মাওলানা মোহাম্মদ ইব্রাহীম আল কাদেরী, মাওলানা হোসেন আযহারী। উপস্থিত ছিলেন বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন ও আওলাদ এবং বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও শিক্ষকরা। বিজ্ঞপ্তি