মহেশ খালে মাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন

5

 

গত মঙ্গলবার সকালে পরিদর্শন কার্যক্রম তদারকিকালে ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন বলেন, চট্টগ্রাম নগরীর প্রধান কয়েকটি সমস্যার একটি জলাবদ্ধতা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। প্রকল্পটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে। তবে এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে সিডিএ যেসব রিটেইনিং ওয়াল বা সুরক্ষা দেয়াল নির্মাণ করেছে সেগুলোর কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
এ কারণে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এই সমস্যা সমাধানের আহŸান জানালে সিডিএ খালের মাটি উত্তোলন করে পানি চলাচলের পথ সুগম করছে। আমি সিডিএ সহ প্রকল্প সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাবো যাতে আগামী বর্ষার আগেই পানি চলাচলের পথ সুগম করতে যাতে আগামী বর্ষায় জনগণ জলাবদ্ধতায় কষ্ট না পায়।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. মোর্শেদ আলী, প্রকৌশলী তৌহিদুল ইসলাম, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রনব শর্মা এবং স্থানীয় এলাকাবাসী।