মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

9

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রতীক বরাদ্দ দেন। চেয়ারম্যান পদে হাবিব উল্লাহ হাবিব (টুপি), গোলাম কুদ্দুস চৌধুরী (মোটর সাইকেল) জয়নাল আবেদীন (দোয়াত কলম), শরীফ বাদশা (আনারস), আব্দুল্লাহ আল নিশান (চিংড়ি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আবু ছালেহ (বই), জাহেদুল হুদা (চশমা), মিফতাহুল করিম বাবু (মাইক), মঈন উদ্দীন তোফায়েল (উড়োজাহাজ), এড. শাহাজাহান পারুল (তালা) প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোয়ারা কাজল (কলস), মিনুয়ারা মিনু (ফুটবল), জাহানারা বেগম (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে প্রতীক বরাদ্দের পর নিয়ম অনুযায়ী প্রার্থী ও প্রার্থীর কর্মী সমর্থকরা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কামনা করছেন। পোস্টার ব্যানার ফেস্টুনও লাগানো শুরু হয়েছে। এক কথায় জমে উঠতে শুরু করেছে নির্বাচনের পরিবেশ। মহেশখালী উপজেলায় মোট ২৫৭৪৫৮ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ১৩৭৮৯০ জন পুরুষ ভোটার এবং ১১৯৫৬৮ জন মহিলা ভোটার রয়েছে।