মহেশখালীতে ২দিনের লেখক উৎসব ও বইমেলা শুরু

8

মহেশখালী প্রতিনিধি

বছর ঘুরে এসেছে দুইদিন ব্যাপী ৭ম মহেশখালী আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা ২০২৪ । এটি শুধু মেলা নয়, যেন দেশ বিদেশের লেখক, কবি ও সাহিত্যিকদের মিলন মেলা ও উৎসব। এ উৎসব ধর্ম, বর্ণ, দল সব কিছুর ঊর্ধ্বে। এমন উৎসবের অপেক্ষায় থাকে মহেশখালীর বইপ্রেমীরা।
স্থানীয় পাঠকদের কাছে বই শুধু কোনো কাগজে মোড়ানো গল্প কাহিনী কিংবা কবিতা না, বই বাঙালির আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, অস্তিত্বের জায়গা।
বই পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। কারো পছন্দ কবিতা, কারো পছন্দ গল্প কিংবা কারো উপন্যাস। সব ধরনের বইয়ের মিলন ঘটে এ বইমেলায়। শুধু বই না, মেলায় মহামিলন ঘটে লেখক ও পাঠকদের।
মেলা কি শুধু লেখক কিংবা পাঠকে সীমাবদ্ধ। না, দর্শনার্থীরা ভিড় জমান এ প্রাণের মেলায়। বই কিনুক বা না কিনুক, পছন্দের গল্পকার, সাহিত্যিককে এক নজরে দেখার সাধ কার না জাগে।
মেলায় আসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন শিক্ষার্থী জানান, তিনি গত ৬ বছর ধরে আসছেন মহেশখালীর বইমেলায়। বই কেনার পাশাপাশি মেলায় ঘুরতেও পছন্দ করেন তিনি।
আরেক পাঠক আব্দুর রহিম বলেন, এবারের বইমেলা অন্যান্য বারের চেয়ে আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রতিবুদ্ধিজীবী, এন্ডুসেন্ট্রিক, তৃতীয় চোখ, মাতৃকার বাতিঘর প্রকাশনাগুলো তাদের বইয়ের স্টল সাজিয়েছেন।
প্রকাশকরা বলছেন, শনিবার (৯মার্চ) হওয়ায় বইয়ের কেনাবেচা মোটামুটি ভালো, তবে কাগজের দাম বাড়ায় বইয়ের দাম একটু বেড়েছে। তবুও যারা বই কিনার তারা কিনছেন। অনেকে এসে দেখে চলে যাচ্ছেন। তবে যাই হোক বইমেলা আমরা এবার খুব উপভোগ করছি।
২০০৮ সাল থেকে মহেশখালীতে লেখক উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।
দুইদিন ব্যাপী ৭ম মহেশখালি আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা ২০২৪ উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। ৯ মার্চ সকাল ১১টার সময় মহেশখালী উপজেলা টিডিসি হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এনডিসি অতিরিক্ত সচিব ড. মো.আমিনুর রহমান।
প্রতিবুদ্ধিজীবী সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এহসানুল হক কাজল,অধ্যাপক ড. কুদরত ই হুদা, অধ্যাপক জলিল চৌধুরী, উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা, সহকারী কমিশনার (ভূমি) তাজবিদ হোসেন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলার নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল।
বক্তব্য রাখেন মহেশখালী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মকবুল আহমেদ, হুমায়ুন ছিদ্দিকী, মহেশখালী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ, কবি রুদ্র সাহাদাৎ, কবি সুব্রত আপন, সজীব কাদের বর্ষণ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সাবেক ছাত্র নেতা আব্দুল সালাম বাঙালি।