মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলি গুলিবিদ্ধ ৬

8

মহেশখালী প্রতিনিধি

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিমে বড়দিয়া পারিকুল ঘোনায় মাঠের লবণ লুটকালে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল রবিবার দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে। এতে বড় ডেইল এলাকার আব্দুল গফুর গ্রুপ ও আলা উদ্দিন গ্রুপের মধ্যে কয়েকশ রাউন্ড গুলি বিনিময় হয়। এ সময় আব্দুল গফুর গ্রুপের আনচার, শাহাব উদ্দিন ও এনামুল করিম গুলিবিদ্ধ হন। অপরপক্ষে আলাউদ্দিন গ্রুপের ৩ মহিলা গুলিবিদ্ধ হন। তারা হলেন মিনহার বেগম, আমেনা বেগম ও সোনা খাতুন। আহতরা মহেশখালী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
লবণচাষীরা জানান, সংসদ নির্বাচনের পর থেকে আলা উদ্দিন গ্রুপের লোকজন আব্দুল গফুরের বর্গাচাষীদের লবণ মাঠে লুটপাট চালিয়ে আসছেন।
স্থানীয়রা জানান, বড় ডেইল এলাকার আমান উল্লাহর নেতৃত্বে আলা উদ্দিন গ্রুপের লোকজন জোরপূর্বক আব্দুল গফুরের বর্গাচাষাদের মাঠের লবণ লুট করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় আব্দুল গফুরের লোকজন বাঁধা দিলে আলা উদ্দিন গ্রুপের লোকজন গুলি করে। এরপর উভয় গ্রুপের মধ্যে কয়েকশ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে দু’পক্ষের ৬ জন গুলিবিদ্ধ হন।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, খবর পেয়ে আমরা দ্রুত বড় ডেইল এলাকায় যাই। আমাদের উপস্থিতিতে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা চলে আসার পর আবার ঘটনা ঘটে। এ ব্যাপারে কেউ অভিযোগ নিয়ে আসেননি।