মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ডেঙ্গু নিধন অভিযান

32

সারা দেশে এখন ডেঙ্গু আতঙ্ক। ক্রীড়াঙ্গনও এর বাইরে নেই। ডিসেম্বরে নেপালে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে ২৩ খেলার ৬৬৬ ক্রীড়াবিদকে নিয়ে চলছে আবাসিক ক্যাম্প।
যাদের মধ্যে ৫ খেলোয়াড় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সবাই ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আবাসিক ক্যাম্পে থেকে অনুশীলন করছিলেন। গতকাল সেখানেই চলেছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় সেনাবাহিনীর পক্ষ থেকে ডেঙ্গু নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এই কার্যক্রমে ক্যাম্পে থাকা ক্রীড়াবিদরা স্বস্তি প্রকাশ করেছেন।
মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বর্তমানে তিনটি ডিসিপ্লিন— বাস্কেটবল, কাবাডি ও খো খো’র খেলোয়াড়রা আছেন।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেডিক্যাল কমিটির সদস্য সচিব ডা: শফিকুর রহমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘আমরা সবসময় খেলোয়াড়দের ওপর দৃষ্টি রাখছি। শুধু ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের খেলোয়াড়রা আক্রান্ত হয়েছেন।
পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুজন কিছুটা সুস্থ হয়ে ক্যাম্পে ফিরেছেন। এছাড়া চারজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’