‘মহিউদ্দিন চৌধুরীর আদর্শ বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে’

14

চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. বেনু কুমার দে বলেছেন, চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে উন্নয়ন সাধন করার জন্য আমৃত্যু আন্দোলন-সংগ্রাম করে গেছেন মহিউদ্দিন চৌধুরী উল্লেখ করে তিনি আরো বলেন, রাজনীতি-সমাজনীতি-শ্রমিক আন্দোলন ও সর্বক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামের যে উন্নয়ন সাধিত হচ্ছে এসবই ছিল মহিউদ্দীন চৌধুরী উন্নয়নের কর্মসূচীর অধ্যায়। তিনি দেশপ্রেমিক ছিলেন বলেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতার জন্য অবদান রেখে গেছেন। মহিউদ্দিন চৌধুরীর অনুপম আদর্শ বাস্তবায়নের জন্য নতুন প্রজন্মদের এগিয়ে আসতে হবে। বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মরণসভা কমিটি ও বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে গত ২ জানুয়ারী অনুষ্ঠিত সংগঠনের আহব্বায়ক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলার প্রেসিডেন্ট সালেহ আহমেদ সুলেমান’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর। প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল। আলোচক ছিলেন ড. সিরাজুল ইসলাম, পটিয়া পৌরসভার প্যানেল মেয়র (১) রুপক কান্তি চৌধুরী, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী নুরুল আজিম নুরু, বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল সংযুক্ত আরব আমিরাত শাখার ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন, শ্রমিক নেতা আনোয়ার পাশা, মাওলনা জয়নাল আবেদনী চিশতী, আলহাজ্ব ওসমান গণি, স্বেচ্ছাসেবকলীগ রাউজান উপজেলা আহŸায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন, সৈয়দ দিদার আশরাফী, প্রণবরাজ বড়ুয়া, মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র দাশ, ইয়াসিন সেলিম, ইসমাইল কোম্পানী, ডা. আলাউদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, শেখ আব্দুল্লাহ, রোজী চৌধুরী, রিমন মুহুরী প্রমুখ।