মহাসড়ক অবরোধে আন্দোলনের শততম দিন উদ্যাপন ভারতীয় কৃষকদের

10

ভারতের নতুন কৃষিনীতি বাতিলের দাবিতে কৃষক আন্দোলনের শততম দিন পূর্ণ হয়েছে শনিবার। আন্দোলনের এই মাইলফলক উদযাপনের জন্য দিল্লির কাছে ছয় লেনের একটি মহাসড়ক অবরোধ করেছে। কৃষিনীতি বাতিলের জন্য নরেন্দ্র মোদির সরকারেরর ওপর চাপ প্রয়োগের জন্য এই কর্মসূচি পালন করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, তরুণ ও বৃদ্ধ কৃষকরা কার, ট্রাক ও ট্রাক্টর নিয়ে পাঁচ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। ২০২০ সালের সেপ্টেম্বরে পাস হওয়া নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে তাদের এই আন্দোলন। কৃষকদের দাবি, এসব নীতির মাধ্যমে কৃষি খাত বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে।
মোদি বলে আসছেন যে, এই আইনগুলো দেশের বৃহৎ ও গুরুত্বপূর্ণ কৃষি খাতের সংস্কারের জন্য প্রয়োজন ছিল। তিনি কৃষক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন। পাঞ্জাব থেকে আসা ৬৮ বছরের কৃষক অমরজিৎ সিং বলেন, মোদি সরকার এই আন্দোলনকে নিজেদের মর্যাদার ইস্যু বানিয়ে ফেলেছে। তারা কৃষকদের বেদনা বুজতে পারছে না। বিক্ষোভ ছাড়া তারা আর কোনও পথ খোলা রাখেনি।