‘মহারাষ্ট্রে সংক্রমিত হতে পারে ৮০ লাখ মানুষ’

3

 

ভারতের মহারাষ্ট্রে জানুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ ৮০ লাখ মানুষের করোনা সংক্রমণের শঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে কোভিডে আক্রান্ত হয়ে ৮০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে রাজ্য সরকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইম নাউ নিউজ। মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) ডা. প্রদীপ ব্যাস সব ডিসি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে পাঠানো বার্তায় বলেছেন, মহারাষ্ট্রে দ্রুত আছড়ে পড়তে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ। এ সময় আক্রান্তের পরিসংখ্যন থাকবে ৮০ লাখ। তিনি বলেন, ৮০ লাখ মানুষ আক্রান্ত হলে তার মাত্র এক শতাংশেরও মৃত্যু হলে মৃতের সংখ্যা হবে ৮০ হাজার। এখনও যারা টিকা পাননি বা নেননি এবং দীর্ঘদিন ধরে যারা জটিল রোগে আক্রান্ত তাদের জন্য কোভিডের তৃতীয় ঢেউ খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ডা. প্রদীপ ব্যাস বলেন, ওমিক্রনকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। এর সঙ্গে ভারতে এখনও ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব রয়েছে। এখনও ৭০ শতাংশের বেশি সংক্রমণের ক্ষেত্রে ডেল্টার উপস্থিতি দেখা যাচ্ছে। এটি যথেষ্ট চিন্তার কারণ। তিনি বলেন, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যেই সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়েও একই চিত্র দেখা গিয়েছিল। সরকারি হিসাবে ভারতে এ পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৩১। এর মধ্যে মহারাষ্ট্রেই সর্বোচ্চ ৪৫৪ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।