মহামুনি তরুণ সংঘের অভিষেক

2

 

রাউজানের মহামুনি গ্রামে ১ সেপ্টেম্বর ‘মহামুনি তরুণ সংঘ’ ২০২৩-২০২৪ এর নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও বতর্মান কার্যকরী পরিষদের বিদায় অনুষ্ঠানসহ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিব্যেন্দু-শিলা স্মৃতি স্মরণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সংঘের মিলনায়তন ভবনে সন্ধ্যা ৬টায় অর্ক মুৎসুদ্দির সঞ্চালনায় শুরু হয়। উপস্থিত ছিলেন মহামুনি তরুণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন ডা. প্রীতিশ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন মহামুনি সাংস্কৃতিক সংঘের সভাপতি বুধিমিত্র বড়ুয়া শেলী, মহামুনি সেবক সংঘের সভাপতি রাজেশ মুৎসুদ্দি। দুই পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য দেন ২০২৩-২৪ কার্যকরী সংসদ মনোনয়ন কমিটির যুগ্ম আহব্বায়ক সন্ধানমিত্র তালুকদার, বক্তব্য দেন ২০২২-২৩ সালের বিদায়ী সাধারণ সম্পাদক নিকসন তালুকদার। বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন সভাপতি ও উপদেষ্টান্ডলীর সদস্য সুজন প্রসাদ বড়ুয়া, তপন কুমার, শেখর বড়ুয়ার বক্তব্যে পরপরই নবগঠিত ২০২৩-২০২৪ কার্যকরী পরিষদের নাম ঘোষণা করেন যুগ্ম আহব্বায়ক সন্ধানমিত্র তালুকদার এবং নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন রুপম কিশোর বড়ুয়া। বিদায়ী সভাপতি নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরণ ও হস্তান্তরের মাধ্যমে প্রথমার্ধের সভা শেষ করে নব-মনোনিত সভাপতি অধ্যাপিকা পুষ্প বড়ুয়ার সভাপতিত্বে দ্বিতীয়ার্ধে সভা চলমান রাখার করার অনুরোধ করেন।
নবগঠিত কমিটিকে অভিনন্দিত করে বক্তব্য দেন সংগঠনের প্রাক্তন সভাপতি অশোক বড়ুয়া, সদস্য লিটন চৌধুরী। আহব্বায়ক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুমঙ্গল বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন প্রসাদ বড়ুয়া চমক। সভাপতি দিব্যেন্দু-শিলা স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি