মহামারীর মধ্যেই বসছে ‘নিয়ম রক্ষার’ সংসদ

23

সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ করোনাভাইরাসের মহামারীর মধ্যেই আগামি ১৮ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন বিকাল ৫ টায় এ অধিবেশন আহব্বান করেছেন বলে সংসদ সচিবালয় গতকাল সোমবার জানিয়েছে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। একাদশ সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল
১৮ ফেব্রূয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন বসার কথা ছিল গত ২২ মার্চ। করোনাভাইরাসের প্রকোপ এড়াতে সে অধিবেশন বাতিল করা হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘৬০ দিনের এই বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার মত কোনো নির্দেশনা সংবিধানে নেই। অধিবেশনের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কার্যউপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেবে’। খবর বিডিনিউজের
সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। অধিবেশন চলাকালীন মানুষের সমাগম এড়াতেও কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে’।