মহামারীর দুঃসময়েও দেশের অর্থনীতি শক্ত অবস্থানে

4

 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে করোনা সংক্রমন রোধে লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১০ আগস্ট নগরীর ৬ নম্বর ওয়ার্ড এলাকায় করোনায় কর্মহারা, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শামসুল হক ফাউন্ডেশন ব্যবস্থাপনায় খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-০৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবে রূপ দিয়েছেন এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। মহামারি করোনাকালে সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, সেই সময়েও বাংলাদেশ অর্থনীতিতে শক্ত অবস্থানে আছে। ফলে এই মহামারিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিধিমালাগুলো সবাইকে যথাযথভাবে পালন করতে হবে। তিনি সবাইকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেন।
তিনি বলেন, করোনাকালীন সময়ে বিশ্বে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। আমাদের চার পাশের অনেক মানুষও কাজের ক্ষেত্র হারিয়েছেন। তারা আর্থিক কষ্টে পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছেন। করোনার এই দুঃসময়ে কেউ না খেয়ে থাকবে না। সেই ব্যবস্থা শেখ হাসিনা সরকারের আছে। সবাই দয়া করে সরকারের নির্দেশনা মেনে চলবেন। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ন্যায় সরকারের পাশিপাশি অন্যান্য বিত্তশালীদেরও এগিয়ে আসার আহবান জানান। প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণী সভায় বক্তব্য রাখেন, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. শামসুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ সম্পাদক লায়ন এম আশরাফুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি মো. আবুল কালাম, মো. হুমায়ুন কবির, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, কফিল উদ্দিন, জাবেদুর রহমান কচি, মাহাবুব আলম, হাফেজ আহমদ, নজরুল ইসলাম, মনিরুল আলম, শাহাজাহান, আলমগীর, আলী বেলাল শাহেদ, ফরিদুল আলম প্রমুখ। সভাশেষে চার শতাধিক পরিবারে মোছলেম উদ্দিন আহমদ এমপি খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিজ্ঞপ্তি