‘মহামারি কাটিয়ে ২০২১ হবে নিরাময়ের বছর’

10

করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব ২০২১ সালকে ‘নিরাময়ের বছর’ হিসেবে দেখতে পাবে বলে আশাবাদী জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। আর এজন্য স্ব-স্ব জায়গা থেকে ভূমিকা রাখার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি আহবান জানিয়েছেন। সোমবার নতুন বছরের জন্য এক ভিডিও বার্তায় এমন আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, ‘চলুন একত্রে আমরা শান্তি তৈরি করি এবং প্রকৃতিকে সঙ্গে নিয়ে জলবায়ু সঙ্কট মোকাবেলা করি। আর কোভিড-১৯ ছড়ানো বন্ধ করে ২০২১ সালকে নিরাময়ের বছরে পরিণত করি।’
তিনি বলেন,‘২০২০ বছর ছিল পরীক্ষা, ট্রাজেডি এবং কান্নার বছর। কোভিড-১৯ আমাদের জীবনকে ধাক্কা দিয়েছে এবং সমগ্র বিশ্বকে দুঃখ এবং ভোগান্তিতে নিমজ্জিত করেছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি এবং এই মহামারি অসুস্থ্যতা এবং মৃত্যুর নতুন ঢেউ সৃষ্টি করছে। দারিদ্রতা, অসমতা এবং ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে। চাকরি সঙ্কুচিত হচ্ছে এবং ঋণ বাড়ছে। শিশুরা টিকে থাকতে সংগ্রাম করছে। সর্বত্রই অনিরাপত্তা, ঘরের মধ্যেও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।’
আসন্ন নববর্ষে তিনি আশার আলো দেখতে পাচ্ছেন উল্লেখ করে গুতেরেস বলেন, ‘অপরিচিত এবং প্রতিবেশির প্রতি মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সম্মুখযোদ্ধারা তাদের সর্বস্ব দিচ্ছেন; বিজ্ঞানীরা রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন তৈরি করছেন।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশ জলবায়ু দুর্যোগ প্রতিরোধে নতুন অঙ্গীকার করছে। আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে কাজ করি, তবেই এই আশার আলো সমগ্র বিশ্বে পৌঁছে যাবে। কঠিনতর এই বছরে এটাই শিক্ষা আমি মনে করি।’ জলবায়ু পরিবর্তন ও কোভিড মহামারি দুটোকেই দুর্যোগ অভিহিত করে গুতেরেস অন্তর্ভুক্তিমূলক এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের অংশ হিসেবে সকলের সম্মিলিত প্রচেষ্টাই এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে ভিডিওবার্তায় জানান।