মহান স্বাধীনতা দিবস উদযাপন

7

আমার চট্টগ্রাম
মুক্তিযুদ্ধের চেতনায় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আমার চট্টগ্রাম’র উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জুবলী রোডস্থ নূর আহমদ সড়ক সংগঠনের কার্যালয়ে স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কে.বি.এম শাহজাহান, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ও সংগঠনের সভাপতি আলহাজ্ব সাদেক হোসেন চৌধুরী পাপ্পু’র নেতৃত্বে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল প্রাঙ্গণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী শহীদ মিনারে সকাল ১১ ঘটিকায় ফুলেল শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগ নেতা আমার চট্টগ্রাম’র সম্পাদকমন্ডলীর সদস্য সাধন দাশ, সাবেক ছাত্রনেতা পংকজ রায়, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, জাহেদ হোসেন টিটু, ছাত্রনেতা আবদুল আহাদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শরীফ, এড. সাজ্জাদ হোসেন জুয়েল, শাহজাহান রুবেল, মনসুর আলম রনি, আমিনুল ইসলাম আমিন, অপু ধর রাজ, মো. নূর, রুবেল ধর, মো. বাদশা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতিতে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সড়ক পরিবহন শ্রমিক দল
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের পক্ষ থেকে ষোলশহরস্থ বিপ্লব উদ্যানের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে বায়েজিদ শেরশাহ কলোনীস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগর সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন হোসেন স¤্রাট। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান হাকিম, যুগ্ম-সম্পাদক রকিব হাসান। মহানগর সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জাফর, বায়েজিদ থানার সভাপতি আবদুস সালাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ ৮৮
‘বাংলাদেশ ৮৮’র উদ্যোগে চট্টগ্রাম জেলার পক্ষ থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম বিভাগের কো-অডিনেটর ডা. মো. মনজুরুল করিম বিপ্লব, জুবায়ের হোসেন, জসিম উদ্দিন মিঠুন, সাখাওয়াত হোসেন সাকু, মাকছুদুর রহমান মাসুদ, আলী মুরাদ প্রমুখ।

ইসলামিক ফাউন্ডেশন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে গত ২৬ মার্চ রোববার সকাল ১১টায় ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’-শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসানের সভাপতিত্বে ও ফিল্ড সুপারভাইজার মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক ডীন ড. ফরিদ উদ্দিন আহমেদ।

লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ

মহান স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এর নেতৃত্বে ক, খ, গ ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গ ইউনিট আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম বাবুল, ক ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরণ, খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন মাসুম, গ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দে, দায়রা জজ আদালতের এপিপি এড. আবদুল্লাহ আহসান পিকু, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম দুলু, ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি আমির বিন আবদুল্লাহ প্রমুখ।

উন্নয়ন সংস্থা মমতা
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। দিবসটি উপলক্ষ্যে মমতা’র উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। মমতা প্রধান কার্যালয়, মমতা অডিটরিয়াম ও মমতা মাতৃসদন সমুহের দৃশ্যমান স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন, দিনের শুরুতে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মমতা স্কুল এন্ড কলেজ আয়োজিত তথ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতা স্কুলের শিক্ষকবৃন্দ।

উত্তর জেলা কৃষক লীগ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের উদ্দ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয় ২৬ মার্চ। সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদ্য সাবেক সহ- সভাপতি ফজলুল ইসলাম ভূইয়া, নারায়ণ চন্দ্র দে, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শেখ ফরিদ, অর্থ সম্পাদক আবুল হাসেম তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক এম এন কাসেম কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম মোহাম্মদ আলী, রিদোয়ান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।