মহান স্বাধীনতা দিবসে ৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল চবি

12

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। ২৬ মার্চ সকালে চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে চবি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর বর্ণাঢ্য র‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, জাতীয় শিশু দিবসে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। মহান স্বাধীনতা দিবস উদ্যাপন কমিটির আহব্বায়ক ও চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে চবির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এতে চবি উপাচার্য বলেন, বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে জাতির পিতা আজীবন লড়াই-সংগ্রাম করে গেছেন। শোষণ-বঞ্চনা, নির্যাতন-নিপীড়নের হাত থেকে বাঙালি জাতিকে স্বাধীন করতে জাতির পিতার আহব্বানে এবং তাঁরই সম্মোহনী নেতৃত্বে বাঙালি জাতি ১৯৭১ সালে হায়েনাদের বিরুদ্ধে দীর্ঘ নয়মাস লড়াই করে বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। আজ আনন্দঘন এক গৌরবোজ্জ্বল দিন। যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাঁদেরকে সম্মান দিতে পেরে আমরা গর্বিত।
সভায় স্বাগত বক্তব্য রাখেন চবির প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, চবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. মো. দানেশ মিয়া, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, চবি আলাওল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ, চবি কর্মচারী সমিতির সভাপতি মো. সুমন ও চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি শিক্ষার্থী পার্থ প্রতীম মহাজন ও নাহিদ নেওয়াজ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মহিউদ্দিন মোহাম্মদ শাহ আলম নিপু, জাহাঙ্গীর চৌধুরী সিইনসি স্পেশাল, এএইচএম জিলানী চৌধুরী (নৌ কমান্ডার), আবুল কাসেম চিশতী, বদিউল আলম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, এসএম ফজলুল হক ও মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন, গীতা পাঠ করেন চবি গণিত বিভাগের প্রভাষক রাজীব কর্মকার, পবিত্র ত্রিপিটক পাঠ করেন চবি পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া এবং পবিত্র বাইবেল পাঠ করেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী ডেইজী মারাক।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলসমূহের প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষকবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষকবৃন্দ, অনুষ্ঠান আয়োজন কমিটির সদস্যবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারি সমিতি, কর্মচারি ইউনিয়নের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি