মহান বিজয় দিবসে ম্যাক্স হসপিটালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

40

মহান বিজয় দিবস উপলক্ষে ম্যাক্স হসপিটাল লিমিটেড ও ম্যাক্স ডায়াগনষ্টিক লিমিটেডের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রূপ নির্ণয়, রক্তদান, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মানবিক মুল্যবোধের চেতনায় বিগত সময়ের ধারাবাহিকতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় ১ হাজার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে নগরীর মেহেদীবাগ ম্যাক্স হসপিটাল প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন, নিউরো মেডিসিন, সার্জারি, গাইনি, ক্যান্সার, শিশু, হৃদরোগ, মনোরোগ, ইউরোলজি, ফিজিক্যাল, ডায়াবেটিক ও হরমোন, ইএনটি, চর্ম, যৌন ও এলার্জি, নিউরো সার্জারি ও নেফ্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় র‌্যালির মধ্যদিয়ে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ম্যাক্স হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. শিব শংকর সাহা। পরবর্তী বিজয় দিবসের এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. লিয়াকত আলী খান, ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. আবুল কাশেম মাসুদ, ডা. পঞ্চানন চক্রবর্তী, ডা. বসু বন্ধু বড়ুয়া ও মো. আবুল বশর। চিকিৎসা ক্যাম্পে আগত রোগী ও অভিভাবকরা বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্বাস্থ্যসেবায় চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিজ্ঞপ্তি