মহান একুশ পালিত

51

 

শতকলম-এর মোড়ক উন্মোচন : আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সংগঠন ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর উদ্যোগে এবং ‘আমরা করবো জয়’-এর সার্বিক তত্ত্বাবধানে অমর একুশে বইমেলা মঞ্চে গত ২২ ফেব্রুয়ারি দিনব্যাপী বিশেষ সাহিত্য সম্মেলনে সকালের অধিবেশনে বিশ্বজুড়ে কলমীদের লেখা নিয়ে বিশেষ প্রকাশনা ‘শতকলম’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কথাসাহিত্যিক প্রফেসর ড. শিরীণ আখতার, কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্ত, সাহিত্যিক-সাংবাদিক মো. মাহবুব উল আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর সুমন বড়ুয়া, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর কবি মো. আবুল হাসান, কলম সাহিত্য সংসদ লন্ডন প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর ড. নজরুল ইসলাম হাবিবী, সংগঠনের আন্তর্জাতিক কো-অর্ডিনেটর মো. সাদেক চৌধুরী এবং বাংলাদেশ চ্যাপ্টার সভাপতি লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
জাগরণ : আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে মহান ভাষা শহীদদের স্মরণে ‘জাগরণ’ এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রক্তের গ্রুপ নির্ণয়, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো আইয়ুব খান, উদ্বোধক ছিলেন মহানগর যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দীন, বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন সদ্দার, চকবাজার থানার সহ-সভাপতি শেখ মো. হারুন, আলজামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মোতোয়ালি মো. আবু মনসুর।
উপস্থিত ছিলেন জাগরণ সভাপতি মো. মহিনউদ্দিন তুষার, সাধারণ সম্পাদক নূর হাসিব ইফরাজ, অমর একুশে উদযাপন পরিষদ আহব্বায়ক মো. এখলাসুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, কাজল, যুবলীগ নেতা সোহেল, রাজেস, জাহিদ, লিটন, জিতু, রুবেল, সুজন, সুচরিত।
বরমা কলেজ : বরমা ডিগ্রি কলেজে ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরি, সমাবেশের মাধ্যমে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, শহিদ স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, অধ্যাপক খালেদুর রহমান, অধ্যাপক শিব প্রসাদ শূর, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যাপক মোহাম্মদ আলী, ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আকিদা সুলতানা, সাদিয়া ইসলাম, সাদিয়া নূর, এনামুল হক, আরাফাতুল ইসলাম, সুলতান জাহেদ, মোহাম্মদ সায়িদ, মাহমুদুল হাসান, প্রান্তি দেব, শাওন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আবুল মনসুর। বিজ্ঞপ্তি