মহানবীকে কটূক্তি, ইরানে দু’জনের ফাঁসি

3

মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দন্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত। আরাক শহর থেকে আটক দু’জনের বিরুদ্ধে সম্প্রতি আদালত ব্লাসফেমির অভিযোগ এই দন্ডাদেশ দেন। আরব নিউজ জানায়, মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে। ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত হলে আসামিকে মৃত্যুদন্ড দেয়ার বিধান রয়েছে। গত বছরের জুন মাসে আটক করে জেলহাজতে রাখা হয় তাদের। তাদের একজনের নাম ইউসুফ মেহেরদাদ। তিনি তিন সন্তানের জনক। আরেকজনের নাম এখনো জানা যায়নি।