মহানগর লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

47

 

বিপুল উৎসাহউদ্দীপনা আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরী জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেলো মহানগর লায়ন্স ক্লাবের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। লায়ন ইঞ্জিঃ দিবাকর সেনগুপ্তের সভাপতিত্বে এবং লায়ন ইঞ্জিঃ ঝুলন কুমার দাস ও লিও-লায়ন মশিউর রহমান চৌধুরী মাহির সঞ্চালনায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য্য, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন শফিউর রহমান, লায়ন শামসুল হক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মোস্তাক হোসাইন লায়ন কবির উদ্দিন ভুঁইয়া, লায়ন রফিক আহমেদক, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, জিএলটি কোর্ডিনেটর লায়ন জিকে লালা, জিসটি কো-অর্ডিনেটর লায়ন শওকত আলী চৌধুরী, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন মনিরুল আহমেদ চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন লায়ন দেবাশীষ দত্ত, রিজিওন চেয়ারপার্সন লায়ন তপক কান্তিদত্ত, রিজিওন চেয়ারপার্সন লায়ন এমডি. এম মহিউদ্দিন চৌধুরী, লায়ন মির্জা মোঃ আকবর আলী চৌধুরী, লায়ন ডাঃ শ্যামল বৈদ্য, লায়ন আবু মোর্সেদ, লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লায়ন ইঞ্জিঃ উত্তম কুমার দাস, লায়ন ইঞ্জিঃ ঝুলন কুমার দাস, লায়ন ইঞ্জিঃ মজিবুর রহমান, লায়ন আশিষ ভট্টাচার্য, লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, লায়ন রতন কুমার শীল, জোন চেয়ারপার্সন লায়ন আনিসুল হক, লায়ন আব্দুল হক, লায়ন হোসাইন রানা, লায়ন এড. সঞ্চিবন চন্দ্র সরকার, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন একেএম নবিউল হক সুমন, লিও ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রিমন সহ জেলার এবং মহানগর ক্লাবের ৫ শতাধিক লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে দু’জন প্রাক্তন জেলা গভর্নর সহ করোনায় মৃত লায়ন সদস্যদের আত্মার শান্তিকামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। ক্লাব সেক্রেটারি পুরো সেবাবর্ষের সার্ভিস ও এডমিনিস্ট্রেটিভ এক্টিভিটিসের রিপোর্ট পেশ করে ভিডিওগ্রাফী প্রদর্শন করেন। উক্ত আয়োজনে প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ ও প্রাক্তন ক্লাব সভাপতিমন্ডলীকে অভ্যর্থনা দেওয়া হয়। নতুন মেম্বার আধিষ্ঠকরণ সহ মহানগর লায়ন্স ক্লাব কর্তৃক স্পন্সরকৃত নতুন ক্লাবগুলোকে সম্মানিত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন- নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষের সেবা করাই হলো লায়নিজমের মূল উদ্দেশ্য এবং মহানগর লায়ন্স ক্লাব তার লক্ষ্য ও উদ্দেশ্য বজায় রেখে আর্তমানতার সেবা করে যাচ্ছে প্রতিনিয়ত।