মহানগর যুবদলের রক্তদান কর্মসূচি সংখ্যাগরিষ্ঠ জনগণ আ.লীগের সাথে নেই : এ্যানি

4

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ আওয়ামীলীগের সাথে নেই। বিভাগীয় বিএনপির জনসভায় লাখো মানুষের জমায়েত দেখে ভীতসন্ত্রস্ত শাসকগোষ্ঠী। জনগণের দুর্ভোগের জন্যই মহাসমাবেশের আগে পরিবহন ধর্মঘটের আড়ালে সরকারি দলের হরতাল পালিত হচ্ছে। অবরোধ, পরিবহন ধর্মঘট, হামলা মামলা উপেক্ষা করে বিএনপির জনসভায় লাখো জনতার অংশগ্রহণেই প্রমাণ করে বিএনপিই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসে একমাত্র রাজনৈতিক দল।
তিনি ২৮ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মোহাম্মদ আদনান ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হাসানুল বান্না স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সমন্বয় করেন। রক্তদান কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ স্বতপ্রণোদিত হয়ে রক্তদানে অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোশাররফ হোসাইন, আবদুল হামিদ পিন্টু, নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মো. আলা উদ্দিন, সহ আতিকুর রহমান, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়–য়া, জহিরুল ইসলাম জহির, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, সালাহ উদ্দিন, মো. ইদ্রিছ, আনোয়ার হোসেন, মো. ইউসুফ, মাহবুব খান জনি, আকবর হোসেন, আবদুস সাত্তার, মো. হাসান, শওকত খান রাজু, মনজুর আলম মঞ্জু, শাহ আলম, মো. আসমান, এস এম আলী, মো. হাসান, মাসুদ আলম, মেহেদী হাসান, রাসেল খান প্রমুখ। বিজ্ঞপ্তি