মহানগর যুবদলের বিক্ষোভ সমাবেশ ‘জনগণ ফরমায়েশি আদেশ মানবে না’

18

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য গণআন্দোলন করছে। ঠিক তখন বর্তমান সরকার আন্দোলনকে দমিয়ে রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন, এদেশের জনগণ ফরমায়েশি এ আদেশ মানবে না।
শনিবার যুবদলের কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর কাজির দেউড়ী মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাঁচা বাজারের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দিপ্তী আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাকর্মীদের কারাবন্দি করে রাখা হয়েছে। বাংলাদেশের মানুষের যে মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবে।
প্রতিবাদ সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, আওয়ামী লীগ সরকার তারেক রহমানের নেতৃত্বকে ভয় পায়। কারণ, তিনি দেশে না থেকেও দেশবাসীকে জাগ্রত করেছেন। তার নেতৃত্বে এই গণজাগরণে সরকার এখন আতঙ্কিত।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, শাহাবুদ্দিন হাসান বাবু, মো. মুছা, মিয়া মো. হারুন, মজিবুর রহমান মুজিব, মো. আলী সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, হুমায়ুন কবির, এরশাদ উল্লাহ, মো. এরশাদ হোসেন, আব্দুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, রাসেল নিজাম, ওমর ফারুক। উপস্থিত ছিলেন সম্পাদকমÐলীর সদস্য নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, মুহাম্মাদ সাগির, জসিম উদ্দিন সাগর, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক আতিকুর রহমান আতিক, কমল জ্যোতি বড়–য়া, কামরুল ইসলাম, মো. শাহেদুল ইসলাম শাহেদ, মঞ্জুরুল আলম, মো. আনোয়ার, হোসেন উজ জামান, আরিফ হোসেন, মো. সালাউদ্দিন, হাফেজ কামাল উদ্দিন, মো. ইদ্রিস, গুলজার হোসেন মিন্টু, ইলিয়াস হাসান মঞ্জু, জাহাঙ্গীর আলম বাবু, ইব্রাহিম খাঁন, দেলোয়ার হোসেন, মিফতাহ উদ্দীন শিকদার টিটু, থানা যুবদলের আহবায়ক গিয়াসউদ্দিন টুনু, শফিউল আজম, বজল আহমেদ, মো. খোরশেদ, মহানগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, মো. সাইদুল হক শিকদার, সাব্বির ইসলাম ফারুক, আবদুস সাত্তার, থানা যুবদলের সদস্য সচিব মো. হাসান, মনজুরুল আলম মঞ্জু, শওকত খাঁন রাজু, ইলিয়াস খাঁন, হাবিব উল্লাহ খান রাজু, মুশফিকুর রহমান নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, সাইফুল ইসলাম রুবেল, খালেদ সাইফুল্লাহ, সাজ্জাদ হোসেন সাদ্দাম, শাহেদ হোসেন খাঁন পারভেজ, ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. জাবেদ, মো. সাইফুল আলম, ইউনুছ, বাদশা আলমগীর, জহিরুল ইসলাম জহির, মো. হাসান, মো. সাইফুল, আবু তৌহিদ সহ প্রমুখ। বিজ্ঞপ্তি