মহানগর যুবদলের প্রস্তুতি সভায় বক্কর বীর চট্টলা থেকেই শুরু হবে সরকার পতনের আন্দোলন

26

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, আগামী ১২ অক্টোবর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ লক্ষ জনতার উপস্থিতিতে শান্তিপূর্ণ ও সুশৃংখল সমাবেশ হবে। একদলীয় শাসন ব্যবস্থায় দেশের প্রত্যেকটি সেক্টর আজ বিধ্বস্ত। উন্নয়নের গালগল্প রেডিও টিভিতে শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মাটি থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে। তিনি ৬ অক্টোবর বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে বিএনপির কেন্দ্র ঘোষিত আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, সোনার বাংলা আজ ক্ষতবিক্ষত। আঠার কোটি মানুষের দুঃখ কষ্টের সীমা নেই। শুধু ভালো আছে আওয়ামীরা। ১২ অক্টোবরের গণ সমাবেশে বীর চট্টলার জনগণ আওয়ামী দুঃশাসনের জবাব দেবে। তিনি এ সময় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার উদাত্ত আহবান জানান।
মহানগর যুবদল সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, যুব ঐক্য প্রগতির মূলমন্ত্রে বলিয়ান জাতীয়তাবাদী যুবদল। আগামী ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশেকে চট্টগ্রাম মহানগর যুবদল সুশৃংখল ও সুন্দর মহাসমাবেশে রূপাšর করতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। নগরীর আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড নেতৃবৃন্দকে স্ব স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।
সভায় আরো বক্তব্য দেন ইকবাল হোসেন, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গির আলম, আবদুল গফুর বাবুল, মো. মুছা, নাছির উদ্দিন চৌধুরী নাছিম, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী সাকী, মোশাররফ হোসাইন, সেলিম খান, এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, সেলিমউদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, জিয়াউল হুদা জিয়া, এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন, আসাদুর রহমান টিপু, জাহাঙ্গীর আলম বাচা, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, নূর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, মো. আলা উদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বকতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মো. নওশাদ, আসাদুজ্জামান রুবেল, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়–য়া, মো. সাহেদুল ইসলাম, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, কোরবান আলী, হামিদুল হক, মিজানুর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম মানিক, জাহাঙ্গীর আলম বাবু, আবদুল আওয়াল টিপু, ইব্রাহীম খান, ইলিয়াছ হাসান মঞ্জু, গুলজার হোসেন মিন্টু, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, আনোয়ার হোসেন, সাইফুদ্দিন যুবরাজ, জসিম উদ্দিন, মো. বেলাল উদ্দিন, আরিফ হোসেন, নুরুল ইসলাম আজাদ, সুলতান আহমেদ খান সুমন, সদস্য মাহবুব খান জনি, সোহাগ খান, প্রফেসর সাইদুল হক, আবদুল করিম, বজল আহমেদ, মোশারফ আমিন সোহেল, মো. সেলিম, ইসমাইল হোসেন লেদু, মো. আজম, মো. খোরশেদ, মো. ইসমাইল, হোসনে মোবারক রিয়াদ, মো. হাসান, হাবিবুল্লাহ রাজু, শওকত খান রাজু, মঞ্জুর আলম মঞ্জু, মোর্শেদ কামাল, তাজুল ইসলাম, এ. জে. এম সোহেল, মো. ইলিয়াছ, মো. সারওয়ার, আবদুল জলিল, মোস্তকিম মাহমুদ, নূর খান, সাইফুল আলম রুবেল, সেলিম উদ্দিন, এস এম আলী, বাদশা আলমগীর, মো. হাসান, মো. ইউনুস, জহিরুল ইসলাম, মো. মাসুদ আলমসহ প্রমুখ। বিজ্ঞপ্তি