মহানগর পূজা পরিষদের মানববন্ধন-সমাবেশ

42

 

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী চলাকালীন সময়ে চট্টগ্রামের প্রধান পূজামন্ডপ জে.এম সেন হলসহ পূজা চলাকালীন সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক দুর্গাপ্রতিমা ভাংচুর, মঠ-মন্দিরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা এবং পূজার্থীদের উপর হামলায় জড়িত দুষ্কৃতকারীদের দ্রæত গ্রেফতার এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৮ অক্টোবর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বক্তব্য দেন সাধন ধর, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, অ্যাড. চন্দন কুমার তালুকদার, অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী, লায়ন দীলিপ ঘোষ, লায়ন দুলাল চন্দ্র দে, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, সাবেক সম্পাদক সুজিত দাশ, শ্রীপ্রকাশ দাশ অসিত, অরূপ রতন চক্রবর্তী, বিপ্লব কুমার চৌধুরী, সাংবাদিক প্রদীপ শীল, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, পরিষদ কর্মকর্তা সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অ্যাড. তপন কুমার দাশ, দীপংকর দেবনাথ, গৌতম সিং হাজারী, বাবুল দাশ তনয়, রাধা রানী দেবী, প্রিয়তোষ ঘোষ রতন, সাধন সিংহ, বাপ্পী নন্দী, স্বপন বৈষ্ণব, পিন্টু দত্ত তমাল, লিটন দাশ, নারায়ণ সিংহ, ডা. নেহেরুলাল ধর, স্ট্যালিন দে, সাজু চৌধুরী, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, রাজন দাশ, বিশ্বজিত রায়, অসিত বরণ বিশ্বাস, অসীক দত্ত, অমিত ঘোষ, মৌসুমী চৌধুরী, সবুজ দাশ, মিলন কান্তি শর্মা, তারাচরণ, লায়ন সন্তোষ কুমার নন্দী, অশোক চক্রবর্তী, কাঞ্চন আচার্য্য, রুবেল দেব, প্রকৌশলী অমিত ধর, দীপ্ত সিংহ, প্রণব সাহা, প্রিয়তোষ বল, বাপ্পী দাশ, তমিত রায় পুরোহিত, অর্পন চক্রবর্তী, দ্বিপ দে বাবু, সৈকত দাশ, লিটন দাশ, রাজীব নন্দী বাবু, রুবেল শীল, লিটন দাশ ইপ্তি, মিত্র কুমার শীল, উজ্জ্বল দেওয়ানজী, দীপক দাশ, ঝন্টু শীল, দেবাশীষ মজুমদার, সুজন বল, মিঠুন সরকার, লিটন দেবনাথ লিখন, নিউটন মজুমদার, রামচন্দ্র দাশ, সুজন কুমার শীল, পূজন লোধ, নান্টু চৌধুরী, তারণ দাশ প্রলয়, এল্টন দাশ, রাহুল মিত্র বাপ্পা, পিন্টু সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি