মহানগর ছিন্নমূল বাস্তুহারা বস্তিবাসীর সমাবেশ

202

চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের উদ্যোগে সংগঠনের সভাপতি আবু আহামেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় ২১ নভেম্বর বিকাল ২টায় নগরীর জে এম সেন হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান সরকার সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করছে এবং দেশ ও জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দেশের ছিন্নমূল বাস্তুহারা বস্তিবাসীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি একটি বাড়ি-একটি খামার, আশ্রয়ন প্রকল্প, বহুতল ফ্ল্যাট প্রকল্প সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হাজার হাজার গৃহহীন লোকজনকে পুনর্বাসন করেছেন।
চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সমন্বয় সংগ্রাম পরিষদের আবেদনের প্রেক্ষিতে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সার্বিক তত্ত¡াবধানে শাহ আমানত সেতু সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বাকলিয়া ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়নের কাজ চললেও করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে গেছে। এই সংকটকালীন সময়ে বাকলিয়া ফ্ল্যাট প্রকল্পের জায়গা সরকারের বিভিন্ন সংস্থা বরাদ্দ নিতে উঠে-পড়ে লেগেছে। তিনি জঙ্গল সলিমপুর এলাকায় চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের প্রায় ৩০ হাজারের মতো সদস্যের আবাসন সংকট নিরসনে বসবাসকারীদের অনুকূলে উক্ত সরকারি খাস জায়গা বন্দোবস্তি দেওয়ার দাবি জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ভাস্কর ডি কে দাশ মামুন, বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শফিকুল ইসলাম বিজন, কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেসুর রহমান জাকের, মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী সাদেকুর রহমান সাদেক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মশিউর, জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ও মহানগর হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম হাওলাদার, জয়নাল আবেদীন, বিমান বড়ুয়া, নঈম উদ্দিন, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ ইসমাইল, নুরুল আলম, সাইফুল ইসলাম, কাঞ্চন দাশ, মোহাম্মদ হারুন, আব্দুল হান্নান, আক্তার হোসেন, ওমর আলী, জাবেদুল আলম জাবেদ, নুরুল কবির স্বপন, আবুল কাসেম, খন্দকার রফিকুল ইসলাম, কামাল উদ্দিন, আকসারুল ইসলাম সেলিম, মোহাম্মদ রিপন, নুরুল ইসলাম, মোহাম্মদ সেলিম, ইকবাল হোসেন, আব্বাস উদ্দিন, আশীষ দে, আলী আব্বাস, মোহাম্মদ সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি