‘মহাতীর্থ কালীঘাট’ নাটকের মহরত

37

যুগপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৯তম তিরোধান দিবস উৎসব উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত নাটকের শুভ মহরত অনুষ্ঠান গত ৩১ মে সন্ধ্যায় নগরীর হাজারী গলিস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। নাট্য ব্যক্তিত্ব সুদর্শন চক্রবর্তী রচিত ও নির্দেশিত ‘মহাতীর্থ কালীঘাট’ নাটকটি আগামী ১৪ জুন নগরীর জেএম হলে মঞ্চস্থ হবে। মহরত অনুষ্ঠানে ফোরামের সভাপতির হাতে নাটকের পান্ডুলিপি তুলে দেন নাট্য পরিচালক সুদর্শন চক্রবর্তী। সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্তের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী অভিজিৎ কুমার দেব।
সংগঠনের যুগ্ম সম্পাদক সজল দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, চন্দ্রনাথ বিশ্বাস (চাঁদু), মানিক রতন শর্মা, মিনা চৌধুরী, উত্তম কুমার শীল, প্রেমসুন্দর বৈষ্ণব, ডা. অপূর্ব ধর, প্রিয়তোষ ঘোষ রতন, রতন চক্রবর্তী, শিবুনাথ বিশ্বাস, শম্ভু দাশ, দীপক কান্তি সরকার, রাধারাণী চৌধুরী, রূপন পালিত, রুমকি সেনগুপ্ত, পলক ধর, লিটন দাশ, স্বরূপ শীল, রাজু বৈদ্য প্রমুখ। বিজ্ঞপ্তি