মহাতীর্থ উন্নয়ন কমিটির উদ্যোগে স্মরণসভা

26

সীতাকুন্ডে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জী ও বীর উত্তম সি.আর দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর সীতাকুন্ড মহাতীর্থের চন্দ্রনাথ ধাম শম্ভুনাথ মন্দির প্রাঙ্গণে মহাতীর্থ উন্নয়ন কমিটি কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুন্ড মহাতীর্থ কমিটির সভাপতি প্রবীন আইনজীবি এড. সাধনময় ভট্টাচার্য্য। এতে স্বাগত বক্তব্য রাখেন মহাতীর্থ উন্নয়ন কমিটির (তীর্থ উন্নয়ন কমিটি) এর সাধারণ সম্পাদক রত্নেন্দু ভট্টাচার্য্য। পৌরহিত্য করেন লক্ষী নারায়ন কৃপানন্দ পুরী মহারাজ। এতে উপস্থিত ছিলেন সীতাকুন্ড স্রাইন কমিটির সিনিয়র সহ-সভাপতি এড. সুখময় চক্রবর্তী, সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, স্বপন বণিক, শ্রী স্বপন নাথ, সাবেক ছাত্র নেতা বাবু দুলাল দে’র সঞ্চালনায় সীতাকুন্ড স্রাইন কমিটির সহ-সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্যরে দিক নির্দেশনায় এতে উপস্থিত ছিলেন দানশীল ব্যক্তিত্ব কাশী নাথ, শুলাল দাশ সুনীল, বিমল ধর, শ্রী তপন ভট্টাচার্য্য প্রমুখ। আলোচনা সভায় মহাতীর্থ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক রত্নেন্দু ভট্টাচার্য্য ভারতরত্ন প্রণব মুখার্জীকে ভারতের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের আগে-পরে বাংলাদেশের স্বার্থে প্রনব মুখার্জী যে অবদান রেখেছেন তা অবিস্মরণীয়। এ কারণে তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তার জীবনী সকলের জন্য অনুকরণীয়। এছাড়া দেশের জন্য সি.আর দত্তের অবদানও স্বরণ করা হয়। শেষে দু’জনের আত্নার চির শান্তি কামনা করে তাদেরকে স্বর্গবাসী করার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা, গীতা পাঠ ও পূজা অর্চনা করা হয়। তাদের উদ্দেশ্যে শম্ভুনাথ মন্দিরে পূজা প্রদান করেন প্রধান পুরোহিত দীপক চক্রবর্তী এবং নারায়ণ মন্দিরে পূজা দেন পন্ডিত প্রদীপ চক্রবর্তী।