মহাকাশ মিশন সফল করলেন আমিরাতের প্রথম নভোচারী

32

মহাকাশে আট দিনের মিশন শেষে অক্ষত অবস্থায় পৃথিবীর বুকে ফিরে আসলেন আরব আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরি (৩৪)। গত ৩ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২ টা ৫৯ মিনিটে তিনি পৃথিবীর বুকে ফিরে আসেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সবুজ এমএস ১৫’- এর মাধ্যমে মহাকাশে যাত্রা শুরু করেন তিনি।
উল্লেখ্য, আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম গত বছর ঘোষণা দিয়েছিলেন খুব শিগগিরই আরব আমিরাত মহাকাশে নভোচারী পাঠাবে। সে ঘোষণা অনুযায়ী প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠিয়ে এবং মিশন সফল বাস্তবায়ন শেষে নভোচারী ফিরে আসায় গর্বিত আরব আমিরাত।
এদিকে, আরব আমিরাতের প্রথম নভোচারী হাজ্জা আল-মানসুরির মহাকাশ মিশন সফল হওয়ায় আরব আমিরাত সরকার, দেশটির নাগরিকসহ বিশ্ববাসী আনন্দিত ও গর্বিত। তাই হাজ্জা আল-মানসুরীকে ঘিরে আরব আমিরাতে চলছে আনন্দ-উৎসব।